Apr 16, 2025
কঠিনতম সেই সময়ে, যখন বিশ্বজুড়ে মানুষ থমকে গিয়েছিল কোভিড-১৯ মহামারীর আতঙ্কে—ঠিক তখনই মানবতার পাশে দাঁড়িয়েছিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত Alumni Association of EEE, Premier University Chattogram (AAEEPUC)।
মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে AAEEPUC প্রায় ৫০০ পরিবারের জন্য এক সপ্তাহের বাজার সামগ্রী উপহার হিসেবে সরবরাহ করে। এটি ছিল শুধু একটি ত্রাণ কার্যক্রম নয়, ছিল এক টুকরো ভালোবাসার প্রতিচ্ছবি।
এই কার্যক্রমে আরও যুক্ত ছিল—
আইসোলেশন সেন্টারে থাকা ৩০০ জন রোগীর জন্য এক দিনের খাবারের ব্যবস্থা
চট্টগ্রামের কোতোয়ালি থানায় খাবার ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেওয়া
এইসব মানবিক উদ্যোগ শুধু প্রাক্তন শিক্ষার্থীদের সচেতনতা ও দায়িত্ববোধকেই তুলে ধরেনি, বরং একটি প্রাতিষ্ঠানিক বন্ধন কীভাবে সামাজিক পরিবর্তনের অংশ হতে পারে—তাও প্রমাণ করেছে।
"সেবার মাধ্যমে সংযোগ, ভালোবাসার মাধ্যমে নেতৃত্ব"—এই বিশ্বাসকে ধারণ করেই AAEEPUC ভবিষ্যতেও সমাজের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।