বাংলাদেশসহ সারা বিশ্ব যখন করোনা সংকটে জর্জরিত। সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্তরা যখন ঘরবন্দী, তখন এই করোনাকালীন কষ্টে থাকা মানুষের পাশে এসে দাঁড়ালো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত চার দিনব্যাপী, চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জায়গায় যে সকল মানুষ কষ্টে আছেন তাদের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম শহরের ২০০ টিরও বেশী পরিবারের মাঝে ” ভালোবাসার উপহার” নামক খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
করোনা সংকট মোকাবেলায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) শুরু থেকেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে। মধ্যবিত্তদের জন্য সিএমপির পক্ষ থেকে চালু করা হয় হটলাইন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগের অ্যালুমনি এসোসিয়েশন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে একাত্নতা প্রকাশ করে। এর অংশ হিসেবে এসোসিয়েশনের সংগৃহীত কিছু ত্রাণ সামগ্রী কোতোয়ালী থানার কাছে পৌঁছে দেয়া হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন পিপিএম এর পক্ষে এই সকল ত্রাণ সামগ্রী গ্রহণ করেন সাব ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন।
চট্টগ্রামে স্থাপন করা হয়, দেশের প্রথম Covid-19 আক্রান্ত রোগীদের জন্য ফীল্ড হসপিটাল। মাত্র ১৫ দিনে স্থাপিত এ হাসপাতাল শুরু থেকেই চট্টগ্রামের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়। গত ৩০শে মে, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের ডাক্তার, রোগী ও ভলান্টিয়ারদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভালোবাসার উপহার বিতরণের এই কর্মসূচী শুধুমাত্র শহর অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। চট্টগ্রামের বাঁশখালীতে কিছু পরিবারকে উপহার পৌঁছে দেয়া হয় । সর্বশেষ মিরসরাইয় থানার অন্তর্গত জোরারগঞ্জ এর ত্রিপুরা পল্লীতে প্রায় একশটি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার্স প্রিমিয়ার ইউনিভার্সিটি ।
এই কর্মকান্ডের সার্বিক সহযোগিতা প্রদান করেন তড়িৎ প্রকৌশল বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব টুটন চন্দ্র মল্লিক, তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক স্তাবক দাশ, সদস্য সচিব কাজী ফরহাদ, অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুর রউফ, মোশারফ হোসেন, জুবাইর আলম, এসএম রাকিবুল হুদা, প্রিয়ম চৌধুরী, গৌরী পদ শর্মা, শাওন দাশ, আলী আকরাম, এসএম আমির ফয়সাল প্রমুখ। তারা আশা করেন এ ধরনের কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাবেন। ধন্যবাদ প্রদান করা হয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কোতোয়ালি থানা কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম ফিল্ড হসপিটাল কে ।