চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি আয়োজিত প্রথম চিটাগং সায়েন্স কার্নিভালে প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতায় চ্যামিপয়ন হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রজেক্ট ফায়ার ফাইটিং ড্রোন। লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় চ্যামিপয়ন এবং রানার আপ নির্বাচিত হয়েছে এই ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’টি দল।
এছাড়া পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় সেপশাল পারফরমেন্স অ্যাওয়ার্ড (৩য় স’ান) পেয়েছে এই ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি আয়োজিত প্রথম চিটাগং সায়েন্স কার্নিভালে প্রজেক্ট শোকেসিং, লাইন ফলোয়ার রোবট, পোস্টার প্রেজেন্টেশনসহ চারটি প্রতিযোগিতা ছিল। এতে প্রিমিয়ার ইউনিভার্সিটিসহ সারাদেশের ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
গতকাল ২৫ এপ্রিল বেলা ২ টায় কৃতী শিক্ষার্থীরা নগরীর প্রবর্তক মোড়স’ প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে উপাচার্য কার্যালয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে, তার সাথে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর এই যুগে আমাদের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রকল্প তৈরির মাধ্যমে তাদের যে পড়ালেখা বা অর্জিত জ্ঞান তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের জন্য কাজ করছে। কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন শামসুল আরেফীন রাজিব, কাজি উমর ফারুক, রনি চৌধুরী, আলী আল একরাম, জয়দীপ বিশ্বাস, আবদুল্লাহ ফাহিম, উচ্ছ্বাস দেবনাথ, জয় সরকার, মো. হোসেন মোবারক, প্রসেনজিৎ কুমার দাস, মো. ইমরান উদ্দিন ও আহসান উল্লাহ।
এ সময় উপসি’ত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ইলেকট্রিক্যাল অ্যঅন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক, শিক্ষক সাইফুদ্দিন মুন্না, রাহুল চৌধুরী, রাফি ইসলাম আলভী প্রমুখ।